জানতাম বিশ্বকাপ জিতবো- মেসি

Home Page » এক্সক্লুসিভ » জানতাম বিশ্বকাপ জিতবো- মেসি
সোমবার ● ১৯ ডিসেম্বর ২০২২


লিওনেল মেসি

বঙ্গনিউজঃ   জানতাম বিশ্বকাপ জিতব - কেন মনে হতো তা জানি না  ‘সবসময় মনে হতো, কোন না কোন পর্যায়ে গিয়ে ঈশ্বর আমার হাতে বিশ্বকাপ তুলে দেবেন। কেন মনে হতো তা জানি না।’ ক্যারিয়ারের সাহাহ্নে এসে বিশ্বকাপ শিরোপা জিতে প্রথমবার স্বপ্ন ছুঁয়ে ও শিরোপায় চুমু একে সংবাদ মাধ্যমের সামনে ওভাবেই নিজের অনুভূতি জানান লিওনেল মেসি।

তার ফুটবল ক্যারিয়ার পূর্ণতায় পূর্ণ। সাতটি ব্যালন ডি’অর জিতেছেন। লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। অসংখ্য গোল করেছেন। রেকর্ডের পর রেকর্ড নিজের নামে লিখিয়েছেন। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। তবু অধরা ছিল ক্যারিয়ারের সেরা স্বপ্ন বিশ্বকাপ। পঞ্চম আসরে এসে ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ কাটিয়ে ওই শিরোপা ছুঁয়েছেন মেসি।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘এভাবে শেষ করতে পারলাম, এটা সত্যিই অসাধারণ। জানতাম, কোন পর্যায়ে এই শিরোপা আমি জিতবো। কেন জানি মনে হচ্ছিল, এমন কিছু একটাই হবে। আরও একবার তিনি (ঈশ্বর) আমাকে খুশি করেছেন।’

এর আগে ম্যাচ শেষেই স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘এটার প্রত্যাশায় ছিলাম, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলাম। আমরা ম্যাচে বেশ ভুগেছি, কিন্তু শেষ পর্যন্ত জয় পেয়েছি। ভক্তদের উন্মাদনা দেখতে দেশে ফেরার তর সইছে না।’

লিওনেল মেসি বলেছেন, ঈশ্বরের কাছে তার আর কোন চাওয়া নেই। ক্যারিয়ারের শেষ ধাপে এসে কোপা আমেরিকা জিতেছেন, বিশ্বকাপ জিতলেন। তিনি এখন পূর্ণ।

মেসির তাই আর কিছু চাওয়ার নেই, ‘শেষে এসে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছি। এরপরে আর কিছু থাকে না। তবে এখনও আমি ফুটবল উপভোগ করছি। জাতীয় দল উপভোগ করছি। সকলেই শিরোপা উপভোগ করছেন, এটা আমার শৈশবের স্বপ্ন ছিল। ক্যারিয়ারে সবকিছু জেতায় আমি খুশি। এখন ঘরে ফিরে উপভোগের সময়।’

ফাইনালে উঠে মেসি জানান যে, এটাই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। শিরোপা জিতে জানিয়েছেন, ঈশ্বর তাকে সব দিয়েছেন। জেতার মতো আর কিছু নেই। তার ওই মন্তব্যে অবসর নিয়ে প্রশ্ন ওঠে। তবে লিও জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নেওয়ার কথা ভাবছেন না।

তিনি বলেন, ‘জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। বিশ্ব চ্যাম্পিয়নের সম্মান নিয়ে আমি আকাশি-সাদা জার্সিতে খেলে যেতে চাই। এই শিরোপা ছিল না আমার, এই শিরোপার অপেক্ষা ছিল। এটা অসাধারণ, অনেক অপেক্ষার ফল।’

বাংলাদেশ সময়: ১২:৪৮:১৫ ● ৭৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ