মধ্যনগরে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

Home Page » সারাদেশ » মধ্যনগরে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২


মধ্যনগরে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণে ইউনিয়নে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৬ জন মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।


বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)  ভোর সাড়ে ৫ টার দিকে চান্দালীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে  ৯ কেজি গাঁজাসহ   ছাবির মিয়ার ছেলে  সাদিকুল (৫০) একই গ্রামের মো: রশিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৮),আবুল কাসেমের ছেলে আলী হোসেন (৩৫) ও একই ইউনিয়নের হামিদপুর গ্রামে ৩ কেজি গাঁজাসহ মোঃ সবুজ মিয়ার ছেলে মো: মাহবুব মিয়া (২২),সুমন মিয়ার ছেলে শাকিল মিয়া (২২),মো: লাল চান মিয়ার ছেলে মিঠন মিয়া (২০) কে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃজাহিদুল হক এর নেতৃত্বে এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই মোঃ মশিউর রহমান, এএসআই এবাদুর রহমান,এএসআই ফরিদ উদ্দিন, এএসএই আব্দুল আজিম এই অভিযান পরিচালনা  পরিচালনা করেন।

মধ্যনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ জাহিদুল হক বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:৩২:৩১ ● ৭৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ