মধ্যনগরে সম্মাননা পেলেন কবি গুলশান আরা রুবী

Home Page » সারাদেশ » মধ্যনগরে সম্মাননা পেলেন কবি গুলশান আরা রুবী
শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০২২


কবি গুলশান আরা রুবীর পক্ষে সম্মাননা গ্রহণ করছেন আল-আমিন সালমান। তুলে দিচ্ছেন জলজনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি সাজেদা আহমেদ।স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য  সুনামগঞ্জের মধ্যনগরে   বেগম রোকেয়া দিবস উপলক্ষে  সম্মাননা পেলেন কবি গুলশান আরা রুবী।

শুক্রবার (৯ ডিসেম্বর)  সকাল ১০ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে জলজনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থা (জনাশিউস) বাংলাদেশ এর উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে কবি গুলশান আরা রুবী কে এই সম্মাননা দেওয়া হয়।তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন সাংবাদিক আল-আমিন সালমান। এতে সভাপতিত্ব করেন জলজনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি সাজেদা আহমেদ।

অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা কলেজের প্রভাষক সোনিয়া খানম,সুমি হাসান, লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক শাহিনা আক্তার, পাঠশালা গার্লস একাডেমির সহকারী শিক্ষক মদিনা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৫:১৪ ● ৮০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ