দীপিকা কাতার বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন

Home Page » খেলা » দীপিকা কাতার বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন
বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২


দীপিকা  কাতার বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন
বঙ্গনিউজঃ   কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আগামী ১৮ ডিসেম্বর কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন তিনি। বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে কাজটি করতে চলেছেন দীপিকা।

শোনা গেছে, শিগগিরই কাতারের উদ্দেশ্যে উড়ে যাবেন দীপিকা। সেখানে পৌঁছে চূড়ান্ত প্রস্তুতি নেবেন তিনি। ট্রফি উন্মোচন ছাড়া তিনি আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা জানা যায়নি।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসেবে ছিলেন দীপিকা। তা ছাড়া একটি সংস্থার জরিপে বিশ্বের সেরা ১০ সুন্দরীর মধ্যেও আছেন তিনি। বিশ্বে প্রতিনিয়ত বেড়েই চলেছে দীপিকার খ্যাতি। ট্রফি উন্মোচনের মাধ্যমে তা আরও বেড়ে যাবে বলে মনে করছেন তার ভক্তরা।

সর্বশেষ দীপিকাকে দেখা গেছে ‘গেহরাইয়া’ ছবিতে। জানুয়ারিতে মুক্তি পাবে দীপিকা অভিনীত ‘পাঠান’। তা ছাড়া ‘প্রোজেক্ট কে’ নামে একটি সিনেমার কাজে এখন ব্যস্ত তিনি। সূত্র : আনন্দবাজার।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:১৮ ● ৬৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ