শারমিন লিনার “টুকরো পাহাড়ের কষ্টের চূঁড়া- অনুভাবনা”
Home Page »
সাহিত্য »
শারমিন লিনার “টুকরো পাহাড়ের কষ্টের চূঁড়া- অনুভাবনা”
বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২
জীবনের এতটা পথ যুদ্ধ করে
এখন আমি অনেক বড়লোক
শেষমেশ একটা পাহাড় কিনেছি
পাহাড়ের চূড়ােয় আমার নিজের বাড়ি
বাড়িটার নাম দিয়েছি কষ্ট,
আর বাড়ির ভেতরে খুব সুন্দর করে
ইন্টেরিয়র ডিজাইন করিয়েছি
আমার হাসি আর ভালোবাসা দিয়ে
বাড়িটার ভেতর ঘুটঘুটে অন্ধকার
কেন জানো?
আমি আমাকেই
আলো করে রেখেছি সেখানে।
তোমাদের দেয়া অপমান আর অগ্রাহ্যকে
শোপিস্ হিসেবে ঠিক ড্রয়িং রুমের
কর্ণারটাতে সাজিয়ে রেখেছি।
আর অবহেলাটাকে রেখেছি
বেডরুমের টেবিল ল্যাম্পের কাছে।
তোমাদের দেয়া বদনাম আর অপবাদ
এই দুটোকে রেখেছি
মোনালিসার মুচকি
হাসির ছবিটার পাশে।
পাহাড়ে কিন্তু একটা শীতল ঝর্ণাও
বয়ে চলেছে অবিরত আমার
চোখের জলকে সঙ্গী করে
এখানে একটা বাগান আছে
কোন ফুল নেই কিন্তু কাঁটা দিয়ে
আমার কষ্ট নামের বাড়িটা আমি সাজিয়ে রেখেছি
যা তোমরাই আমাকে উপহার দিয়েছিলে।
কারও দেয়া উপহার নাকি ফিরিয়ে দিতে নেই,
তাই সযতনে আগলে রেখেছি সবকিছু।
তোমরা এসো আমার বাড়িতে বেড়াতে।
দেখে যেও তোমাদের দেয়া অমূল্য সম্পদগুলো।
কাঁটাগুলোর ভয় করোনা।
ওগুলো শুধুই আমার
আর তোমাদের জন্য আমার পাহাড়ের বাড়িতে
পাহাড়সম ভালোবাসা নিয়ে আছি আমি।
কিন্তু পারবে তোমরা?
আমার কষ্টের পাহাড়ের চূড়ায় উঠতে?
অনেক কষ্ট, দম বন্ধ করা কষ্ট।
বাংলাদেশ সময়: ১৮:০১:৩৭ ●
৮৩৯ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)