মেসির জন্য ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক’

Home Page » খেলা » মেসির জন্য ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক’
বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২


 মেসির জন্য ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক

বঙ্গনিউজ ডেস্কঃ   লিওনেল মেসির এটাই শেষ বিশ্বকাপ। কাতার বিশ্বকাপ শুরুর আগে এমন কথাই বলে রেখেছেন আর্জেন্টাইন তারকা। আগের চারটি বিশ্বকাপে স্বপ্ন পূরণ করতে পারেননি। বিশ্বকাপ জেতাতে পারেননি নিজ দেশকে। এবার ক্যারিয়ারের পঞ্চম ও শেষ বিশ্বকাপে এসে কি আর্জেন্টিনার ৩৬ বছরের খরা কাটাতে পারবেন মেসি?

ইব্রাহিমোভিচ মনে করেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর দায়টা শুধু মেসির একার নয়, বরং মেসির জন্যই আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার চেষ্টা করবে—এমন আশাই প্রকাশ করলেন সুইডিশ কিংবদন্তি।

বার্সেলোনার দিনগুলোতে মেসিকে খুব কাছ থেকে দেখেছেন ইব্রাহিমোভিচ। কাতালান ক্লাবটিতে দুই মৌসুম ইব্রার ভালো না কাটলেও মেসির প্রতিভা ঠিকই দেখেছেন ৪১ বছর বয়সী এই সুইডিশ স্ট্রাইকার। ফুটবল পডকাস্ট ‘ফোরথ্রিথ্রি’র সঙ্গে আলাপচারিতায় ইব্রা বলেন, ‘আশা করি, আর্জেন্টিনা মেসির জন্য বিশ্বকাপটা জিতবে।’

কাতার বিশ্বকাপে এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠেছে লাতিন আমেরিকার দেশটি। শুক্রবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
মেসিদের নিয়ে আশা প্রকাশ করেছেন স্পেনের কোচ লুইস এনরিকেও। বার্সেলোনার কোচ থাকতে মেসিকে নিয়ে ‘ট্রেবল’ জিতেছেন এনরিকে। শেষ ষোলোয় মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়েছে স্পেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:১৮ ● ৭৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ