মিশন বাংলাওয়াশ ওয়ানডের টিকিট !

Home Page » ক্রিকেট » মিশন বাংলাওয়াশ ওয়ানডের টিকিট !
বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২


মিশন বাংলাওয়াশ  ওয়ানডের টিকিট

বঙ্গনিউজঃ   ভারতকে প্রথম দুই ম্যাচ হারিয়ে ইতিমধ্যে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই ম্যাচের জন্য বন্দরনগরীর দুটি জায়গায় টিকিট পাওয়া যাবে। সেগুলো হলো বিটাক মোড়ের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টার।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, শুক্রবার থেকে টিকিট বিক্রি শুরু করবে বিসিবি। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা এক দফা পাওয়া যাবে, ম্যাচের দিনও একই সময়ে টিকিট বিক্রি হবে। অনলাইনে টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই। সশরীর নির্ধারিত কাউন্টারে গিয়ে কিনতে হবে টিকিট।

শেষ ওয়ানডের টিকিটের সর্বনিম্ন দাম ওয়েস্টার্ন স্ট্যান্ডের ২০০ টাকা। এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউসে ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারিতে এক হাজার আর এক হাজার ৫০০ টাকা করে খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটি বক্সে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৩৪ ● ৫৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ