আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০২২


ফাইল ছবি প্রধান মন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ:  আজ  গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশ বিনিয়োগের জন্য খুব ভালো জায়গা। কারণ আমরা ব্যবসা করার জন্য সব রকম সুযোগ-সুবিধা দিচ্ছি। বিনিয়োগকারীদের বিভিন্ন সেবা অনুমোদনে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। এখানকার যোগাযোগ ব্যবস্থাও ভালো। বাংলাদেশে বিনিয়োগ করলে সমুদ্রপথ, আকাশ ও রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ আছে। কিছু বিষয়ে সামান্য কিছু সমস্যা থাকলেও তা সমাধান হয়ে যাবে দ্রুতই।

তিনি বলেন, ভৌগলিক অবস্থা বিবেচনায় ৩০০ কোটিরও বেশি মানুষের বাজার হতে পারে বাংলাদেশ। আমাদেরতো ১৬ কোটি মানুষ আছেই। আমি আশা করি, জাপানের উদ্যোগটা সবাই দেখবে, এবং অন্যাদেরও আগ্রহী করে তুলবে।

শেখ হাসিনা বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সুবিধামত অঞ্চল দেয়ার ব্যবস্থা করেছে সরকার। পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা থাকছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:০৪:০৭ ● ৩৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ