বঙ্গ-নিউজ :কাতার বিশ্বকাপে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। বুধবার রাতের ম্যাচে জয়ের মাধ্যমে গ্রুপ সি-র শীর্ষে শেষ করেছে তারা। অন্য দিকে আর্জেন্টিনার কাছে হেরেও শেষ ষোলোয় ওঠেছে রবার্ট লেয়নডস্কির পোল্যান্ড। কপাল পুড়েছে মেক্সিকোর। আর প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে চমক দেখালেও দ্বিতীয় রাউন্ডে ওঠতে পারেনি সৌদি আরব।
প্রি-কোয়ার্টার ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবেন লিওনেল মেসিরা?
ফিফার সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি ও গ্রুপ ডি-র চার দলের খেলা হবে নিজেদের মধ্যে। গ্রুপ সি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল খেলতে গ্রুপ সি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে।
গ্রুপ সি-র শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড। অন্য দিকে গ্রুপ ডি-র শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে শেষ করেছে অস্ট্রেলিয়া।
এই সূচি অনুযায়ী, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। ৩ ডিসেম্বর, শনিবার আহমেদ বিন আলি স্টেডিয়ামে হবে সেই খেলা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মেসিদের খেলা।
অন্য দিকে ফ্রান্সের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলবে পোল্যান্ড। ৪ ডিসেম্বর, রোববার আল থুমামা স্টেডিয়ামে হবে সেই খেলা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ।