রওশনের সংবাদ সম্মেলন, ‘বিএনপির সঙ্গে জোট নয়’

Home Page » জাতীয় » রওশনের সংবাদ সম্মেলন, ‘বিএনপির সঙ্গে জোট নয়’
রবিবার ● ২৭ নভেম্বর ২০২২


সংবাদ সম্মেলনে রওশন এরশাদ

বঙ্গ-নিউজ:  থাইল্যান্ডে চিকিৎসা শেষে পাচঁ মাস পর দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দেশে ফিরেই সরকারের প্রশংসা এবং বিএন‌পির কড়া সমালোচনা করেন তিনি।

আজ দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ‌রে তাকে বহনকারী বিমান অবতরণ ক‌রে।

রওশন এরশাদ বলেন, দেশের শান্তি ও উন্নয়ন বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মত সামান্য কিছু ত্রুটি রয়েছে। আমি তাকে অনুরোধ করব যেন এ বিষয়গুলো দ্রুত সমাধান করেন। দেশে যে অর্থনৈতিক সমস্যা তৈরি হয়েছে তা ইউক্রেন যুদ্ধের কারণে। এই সংকট মোকাবেলায় জনগণের উচিত সরকারকে সহযোগিতা করা।

ব‌লে‌ন, বিএনপির আমলে জাতীয় পার্টির অবস্থা খুব খারাপ ছিল। আমরা জেলে ছিলাম। আমাদেরকে কোনো সভা সমাবেশ করতে দেয় নাই। সেই দিনগুলোর কথা আমরা ভুলব না। বিএনপির সঙ্গে আমাদের কখনো জোট হবে না।

জাপার প্রতিষ্ঠাতা হু‌সেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ব‌লেন, আমি সব সময় জাতীয় পার্টির ঐক্য চাই। সবাই জানে এরশাদ, আমি এবং আমার পরিবার কতটা কষ্ট সহ্য করেছি। দলের বিভক্তির কথা আমরা কখনো ভাবতেই পারি না। উল্টো যারা চলে গেছে, যারা নিষ্ক্রিয় আছেন তাদের সবাইকে দলে ফিরে আসার আহ্বান জানিয়েছি। এখনো বলছি, দ‌লে ফি‌রে আসুন।

বাংলাদেশ সময়: ২১:১২:৪৪ ● ৫০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ