হাওরে হিজল করচের চারা রোপণ

Home Page » সারাদেশ » হাওরে হিজল করচের চারা রোপণ
মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০২২


হাওরে হিজল করচের চারা রোপণবঙ্গ-নিউজ:সুনামগঞ্জের মধ্যনগর  উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আটলার বিল ও ঢুলপুশির দাইড় হাওরে  প্রায় দুশতাধিক হিজল-করচের  চারা রোপণ করেছে ওই  জলমহালের ইজারাদার বিপ্লব বিশ্বাস।

মঙ্গলবার(৮ নভেম্বর)  সকাল ১০ টার দিকে জলমহালের কান্দা গুলোতে এই চারা গুলো রোপন করা হয়।

জলমহালের ইজারাদার বিপ্লব বিশ্বাস বলেন,জলমহাল উন্নয়ন প্রকল্পের আওতায় বনায়ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা আটলার বিল ও ঢুলপুশির দাইড়ের কান্দা গুলোতে হিজল করচের চারা রোপণ করছি।ভবিষ্যতে এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন,জলমহালে হিজল করচের চারা রোপণ করা অবশ্যই প্রসংশনীয় উদ্যোগ।হিজল-করচের চারা রোপণের ফলে হাওরের পরিবেশ রক্ষা পাবে।এই উদ্যোগ কে  আমরা সাধুবাদ জানাই।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:২০ ● ৬৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ