মহিষখলা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোঃ আব্দুল খালেক

Home Page » সারাদেশ » মহিষখলা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোঃ আব্দুল খালেক
রবিবার ● ৩০ অক্টোবর ২০২২


ফাইল ছবিবঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায়  মহিষখলা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক।


রোববার (৩০ অক্টোবর) মহিষখলা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে অন্যকোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির সদস্যদের আলোচনার ভিত্তিতে সভাপতি নির্বাচিত হন মোঃ আব্দুল খালেক।

উল্লেখ্য,গত ২৭ অক্টোবর মহিষখলা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।


নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল খালেক বলেন,আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা জানাই মাদ্রাসার অবিভাবক,শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি।আমি মাদ্রাসার অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে কাজ করে যাব।

বাংলাদেশ সময়: ২০:৫৭:১৩ ● ৭৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ