আমরা শুনছি, তারা মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে:স্বরাষ্ট্রমন্ত্রী

Home Page » জাতীয় » আমরা শুনছি, তারা মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে:স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার ● ২৯ অক্টোবর ২০২২


ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গ-নিউজ:  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছুদিন ধরে শুনছি ১০ ডিসেম্বর বিএনপি ঢাকা দখল করবে এবং আমাদের তাড়িয়ে দেবে। আমরা এটাও শুনছি, তারা ডিক্লিয়ার করে নাই। আমরা শুনছি, তারা মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে।’  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ঢাকা দখল করে সরকারকে তাড়িয়ে দেবে। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করে বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করেছে। আজ, শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সপ্তম ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণকে নিয়ে চলে। তাই ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল নেমেছে। এ দেশের জনগণ ভুল করবে না। তারা আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়ী করবে।

বাংলাদেশের সব জায়গায় আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশের মানুষ মনে করে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চললে দেশ আলোকিত থাকবে।’

বাংলাদেশ সময়: ২০:৫৭:৫১ ● ৪৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ