বঙ্গ-নিউজ: টানা তৃতীয়বারের মতো ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি হলেন বেনজীর আহমদ। তবে নতুন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বেনজির আহমেদ সভাপতি ও পনিরুজ্জামান তরুণ সাধারণ সম্পাদক হয়েছেন। ঢাকা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে আজ ঘোষণা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে দুপুর সোয়া দুটোয় ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু এবং বিকেল ৫টার পরে শেষ হয়।
সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেনজীর আহমদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছিলেন বিশেষ বক্তা। সম্মেলন সঞ্চালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, আপনারা জানেন রংপুরে বিএনপির সমাবেশ হচ্ছে। তিনদিন আগে থেকে সেখানে লোকজন গিয়ে স্টেজে, মাঠে-রাস্তায় শুয়ে আছে। অন্যদিকে টাকার বস্তার ওপর শুয়ে আছেন মির্জা ফখরুল। সম্মেলনের নামে টাকা আসছে, সেই টাকার ওপর শুয়ে আছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আমরা দেখেছি বিএনপির সম্মেলনে কয়জন লোক হয়েছে। আজকে আমাদের শুধু ঢাকা জেলা আওয়ামী লীগের সন্মেলনে কত লোক হয়েছে, সেটি আপনারা দেখে যান। এখানে আমাদের নেত্রী আসেননি, তারপরও কত লোকজন হয়েছে। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা।
সবশেষে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণার মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।