ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

Home Page » সাহিত্য » ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’
বুধবার ● ২৬ অক্টোবর ২০২২


ছোট্ট শিশু

মাগো আমার প্রশ্ন জাগে
তোমার প্রতি বারেবারে,
কোত্থেকে আমায় পেলে
বলো না একটু আমাকে ।

মা বললেন মহাশূন্যে
গিয়েছিলাম আমি যে,
সেথায় গিয়ে দেখতে পেলাম
চাঁদের চেয়েও দামী যে ।

ছোট্ট শিশু বললো হেঁসে
রাগ করোনা লক্ষি মা যে,
চলো সেথায় যাই
আমারও যে হিমুর মতো
একটি ভাই চাই ।

মা বললেন সিত্রাং এখন
যাবো কেমন করে,
যাবার পথে যদি আবার
জলোচ্ছ্বাসে ধরে ?

ছোট্ট শিশু ভয়ে কেঁদে
ধরলো মা’কে জড়িয়ে,
হাতটি চেপে বললো মাকে
একলা আমায় যেওনা ফেলে ।

ইমাম শিকদার

বাংলাদেশ সময়: ১৮:১৫:০৯ ● ১৩৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ