প্রাণ বায়ু - গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » প্রাণ বায়ু - গুলশান আরা রুবী
বুধবার ● ২৬ অক্টোবর ২০২২


এক রতি জলে-

গুলশান আরা রুবী

এক টুকরো কাদা’য়

ফূতকার দিলে বায়ু

পূর্ণতা লাভ করে প্রাণ-

ত্রিলোক উঠলো জাগি!

শত শত বঞ্চনা দিলে-

শিরায় শিরায় অনুকম্প!

পুরুষ হতে সুনিপুণ কারিগর-

প্রকৃতি গড়িলে আপন লীলায়।

হৃদাসনে বসে হাস সদাই-

তোমার রহস্য বোঝা দাই।।

বাংলাদেশ সময়: ১০:৪০:২৭ ● ৫৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ