রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে

Home Page » জাতীয় » রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
রবিবার ● ২৩ অক্টোবর ২০২২


আমিতাভ বচ্চন

শুটিং চলাকালীন জখম হলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তার বাঁ পায়ে আঘাত লাগে। ধাতব বস্তু পড়ে পায়ের শিরা কেটে যায় শাহেনশাহের। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সেলাই করানো হয়। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিগ বিকে।

পায়ে আঘাতের কথা নিজেই ব্লগে জানান অমিতাভ। ‘কউন বনেগা ক্রোড়পতি ১৪’র শুটিং করার সময় একটা ধাতব বস্তু পড়ে। তার জেরে বাঁ পায়ে চোট পেয়েছেন অভিনেতা। ব্লগে মেগাস্টার লিখেছেন, বাঁ পায়ের কাফ মাসলে আঘাত লেগে শিরা কেটে গেছে। রক্ত বের হয়। তবে তিনি যে ঘাবড়ে যাননি, সে কথাও লিখেছেন বিগ বি। লিখেছেন, ‘শিরা কেটে রক্ত বের হচ্ছিল। চিকিৎসকরা ওটিতে নিয়ে গিয়ে স্টিচ করলেন। তখনো স্থির ছিলাম।’ আপাতত তাকে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকরা।

এ খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তার ভক্তরা। ভক্তদের উদ্দেশে অমিতাভ জানান, তিনি ঠিক আছেন।

গত ১১ অক্টোবর ৮০ বছরে পা দিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা। জন্মদিন উপলক্ষে কেবিসির বিশেষ পর্বে হাজির হন অমিতাভপত্নী জয়া ও পুত্র অভিষেক। আগামী ১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘উঁচাই’। এ ছবিতে অমিতাভের চরিত্রের নাম অমিত শ্রীবাস্তব। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ১৮:০৯:৩৩ ● ৫৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ