যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত স‌হিদুল ইসলামের নিয়োগ বাতিল হয়েছে

Home Page » জাতীয় » যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত স‌হিদুল ইসলামের নিয়োগ বাতিল হয়েছে
বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০২২


স‌হিদুল ইসলামের ফাইল ছবি
বঙ্গনিউজঃ  যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. স‌হিদুল ইসলামের চুক্তিভি‌ত্তিক নি‌য়োগ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্তটি গত ১ সেপ্টেম্বর কার্যকর হয়েছে।

তবে তাকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। গত ১৩ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৪ ● ৪২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ