“সে যে আমার ছেলে” . রাধাবল্লভ রায়

Home Page » সাহিত্য » “সে যে আমার ছেলে” . রাধাবল্লভ রায়
মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০২২


রাধাবল্লভ রায়
এক যে ছিল ধনী লোক
তাদের একটি মাত্র ছেলে
যা চেয়েছে তাই পেয়েছে
আপন ভাগ্য বলে।

***
একমাত্র ছেলে তাদের
নয়নের মণি
ছেলেকে করবে মস্ত মানুষ
হবে জ্ঞানী-গুনী।

***
কত স্বপ্ন কত সাধ ছিল
বাবা মায়ের মনে
ছেলেকে করবে এমন মানুষ
যেন সারা দেশে চেনে।

***
বুক ভরা স্নেহ মায়ের
যেন ফল্গু ধারা
দেখিলে সন্তানের মুখ
মা হয় আনন্দে আত্মহারা।

***
কত বন্ধু জোটে ছেলের টাকার অভাব নাই
যখন যা চাইতো মনে করতো সে তাই
অসৎ সঙ্গে মিশে ছেলে মাদকাসক্ত হয়
এসব দেখে বাবা তাকে ত্যজ্য করে দেয়।

***
দশ বছর পরে হঠাৎ দেখে বাবা
ছেলের ছবি পত্রিকার পাতায়
হাতে তার হাতকড়া
রয়েছে পুলিশ প্রহরায়।

***
বিস্তারিত জানিয়া মা
পাগলিনী প্রায়
শুধু বলে সে যে আমার ছেলে
আমার প্রাণ বুঝি যায়।

***
কাল বিলম্ব না করে বাবা
স্হির করলো মন
ঘরের ছেলে ঘরে আনবে
ভালো করবে তারে এই তার পণ।

বাংলাদেশ সময়: ২১:২৮:১৭ ● ৬২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ