তিন পুলিশ সুপারকে (এসপি) অবসরে পাঠানো হলো

Home Page » জাতীয় » তিন পুলিশ সুপারকে (এসপি) অবসরে পাঠানো হলো
মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০২২


প্রতীকি ছবি

বঙ্গ-নিউজ:  মেয়াদ শেষ হওয়ার আগেই তিনজন পুলিশ সুপারকে (এসপি) অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন- পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আবদুল্লাহেল বাকী।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে ওই কর্মকর্তাদের অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে ওই তিন পুলিশ সুপারকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

জানা গেছে, মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং মীর্জা আবদুল্লাহেল বাকী বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের নিয়োগপ্রাপ্ত ছিলেন।

এদের মধ্যে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পিপিএম (সেবা) পদকপ্রাপ্ত ছিলেন মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী পিপিএম এবং মীর্জা আবদুল্লাহেল বাকী ।

বাংলাদেশ সময়: ২০:৪১:৫৮ ● ৩৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ