পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

Home Page » জাতীয় » পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২২


পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু- ছবি ফোকাস বাংলা

বঙ্গনিউজঃ   পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির এক ঘটনায় নারী ও শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক। পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসনের আশঙ্কা। তবে তাৎক্ষণিক মৃত ও নিখোঁজ ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ডুবে যাওয়ার নৌকার যাত্রীরা মহালয়া উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকাটি আওলিয়ার ঘাট এলাকার মাঝ নদীতে গিয়ে ‍ডুবে যায়। নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৩২ ● ৬৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ