আইজিপি বেনজীর আহমেদ অবসরে যাচ্ছেন

Home Page » জাতীয় » আইজিপি বেনজীর আহমেদ অবসরে যাচ্ছেন
বৃহস্পতিবার ● ২২ সেপ্টেম্বর ২০২২


পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ

বঙ্গ-নিউজ:  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ চলতি মাস শেষে অবসরে যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে আজ  এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের বয়স আগামী ৩০ সেপ্টেম্বর ৫৯ বছর পূর্ণ হবে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর বিধান অনুযায়ী তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

বিধি অনুযায়ী ড. বেনজীরের ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ আগামী ১ অক্টোবর থেকে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ বছরের অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। এছাড়া অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সব ধরনের সুবিধা পাবেন তিনি।

বাংলাদেশ সময়: ২০:৩১:৩৫ ● ৪৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ