রাজা চার্লস ফোন করলেন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে

Home Page » জাতীয় » রাজা চার্লস ফোন করলেন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে
রবিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২২


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজা চার্লস

বঙ্গ-নিউজ:  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। কুশল বিনিময়ের পাশাপাশি রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য তিনি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন রাজা চার্লস।

স্থানীয় সময় গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে ফোন করেন রাজা চার্লস। এ সময় শেখ হাসিনা বলেন, প্রয়াত রানী এলিজাবেথ ছিলেন আমার মায়ের মতো। তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা কমনওয়েলথের অসাধারণ একজন নেতাকে হারিয়েছি। তার প্রতি সম্মান দেখিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ।

গত ৮ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। অন্যান্য বিশ্বনেতাদের মতো তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে রানীর প্রতি শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০:৪১:১৭ ● ৪৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ