বঙ্গনিউজ : টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। সর্বশেষ ৫ ম্যাচে জয় মাত্র একটিতে। তাই এশিয়া কাপে বাংলাদেশ দলকে ঘিরে বড় আশা ছিল না কারোই। তবে অন্তত পারফরম্যান্সে উন্নতির আশা ছিল। সেই লক্ষ্য কিছুটা পূর্ণ হয়েছে।
এশিয়া কাপ খেলতে গত ২৩ আগস্ট দেশ ছেড়েছিল সাকিব আল হাসানের দল। সংযুক্ত আরব আমিরাতে ১০ দিনেই টাইগারদের মিশন শেষ হয়ে গেছে। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে উন্নীত হতে পারেনি বাংলাদেশ।
গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সাকিব বাহিনী। বাংলাদেশকে হারিয়ে এই গ্রুপ থেকে সুপার ফোর পর্বে উঠেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে শনিবার সকালে দেশে ফিরেছে টাইগাররা। শুক্রবার বিসিবি থেকে জানা গেছে, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে ক্রিকেটাররা।
দলের সঙ্গে ঢাকায় ফিরবেন না ব্যাটিং কোচ জেমি সিডন্স। দুবাই থেকে অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন তিনি। পরে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন সিডন্স।
ঢাকায় ফিরে কয়েকদিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। আগামী মাসে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলবে সাকিবের দল। চলতি মাসেই শুরু হবে অনুশীলন। তার আগেই ইনজুরি কাটিয়ে উঠার কথা নুরুল হাসান সোহান, লিটন দাস ও হাসান মাহমুদের।