বাংলাদেশে এখন ১২ লাখেরও বেশি রোহিঙ্গা

Home Page » জাতীয় » বাংলাদেশে এখন ১২ লাখেরও বেশি রোহিঙ্গা
মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০২২


ফাইল ছবি

বঙ্গনিউজ : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির। ১৪ নম্বর ক্যাম্পের ভেতরের একটি ঘর থেকে ভেসে আসছিল শিশুদের কোলাহল। রোহিঙ্গা শিশুদের একটি শিক্ষাদানকেন্দ্র এটি। সেখানে পড়াশুনা করছিল রোহিঙ্গা ছেলেমেয়েরা। এসব শিশুর বেশির ভাগেরই বয়স পাঁচ-সাত বছর। অর্থাৎ, বাংলাদেশেই জন্মগ্রহণ করেছে এসব শিশু।

বাংলাদেশে গত কয়েক বছর ধরে গড়ে ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করছে। এক হিসেবে দেখা গেছে, বর্তমানে শিশু-নারী-পুরুষ মিলিয়ে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখের বেশি।

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্স। এ নিয়ে রোববার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠক হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা এতদিন সব মিলিয়ে ১১ লাখ রোহিঙ্গার কথা বলেছি। তবে গত চারবছর ধরে দেখা গেছে, গড়ে প্রতিবছর ৩০ হাজার শিশুর জন্ম হয়েছে। সেই হিসেবে গত ৪ বছরে আরও ১ লাখের বেশি বেড়েছে রোহিঙ্গা জনগোষ্ঠী।

রোহিঙ্গা জনসংখ্যা বাংলাদেশে এখন ঠিক কত? সঠিক তথ্য কারও কাছে না থাকলেও জাতিসংঘের শরণার্থী সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর হত্যা-নির্যাতনসহ জাতিগত উচ্ছেদ অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে এসেছে ৭ লাখ ৭৩ হাজার ৯৭২ জন রোহিঙ্গা। ওই সংখ্যাটি মিলিয়ে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ৯ লাখ ৩৬ হাজার ৭৩৩ জন।

এর আগে ২০১৬ সালের অক্টোবরে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে ৮৭ হাজার রোহিঙ্গা। তার আগে বাংলাদেশে নিবন্ধিত–অনিবন্ধিত মিলিয়ে প্রায় আড়াই লাখ রোহিঙ্গা ছিল। সব মিলিয়ে এখন ১২ লাখ ছাড়িয়ে গেছে বলেই ধারণা।

রোহিঙ্গা শিশুদের জন্মহারের পরিস্থিতি বিবেচনায় আশ্রয় শিবিরে পরিবার পরিকল্পনা জোরদারে জাতিসংঘকে অনুরোধ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মধ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রম চালাতে জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। শিগগিরই কাজ শুরু করবে তারা। এ নিয়ে নীতিসংক্রান্ত একটি দলিলের খসড়াও সম্পন্ন হয়েছে। শিগগির সেটা চূড়ান্ত করার তাগিদ দিয়েছি আমরা।

মাসুদ বিন মোমেন জানান, সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আঞ্চলিক সমন্বয়কারী। আমরা তাকেও জানিয়েছি, প্রতিবছর ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে। এতে অতিদ্রুত বেড়ে যাচ্ছে রোহিঙ্গাদের জনসংখ্যা।

পররাষ্ট্রসচিব জানান, কক্সবাজার থেকে এখন পর্যন্ত ভাসানচরে নেওয়া হয়েছে ৩০ হাজার রোহিঙ্গাকে। জাতিসংঘ সেখানকার কর্মকাণ্ডে পুরো মাত্রায় যুক্ত হয়নি এখনও। বিশেষ করে ভাসানচরের রোহিঙ্গাদের খাবারের জোগান দিচ্ছে স্থানীয় বেসরকারি সংস্থাগুলো। শিগগিরই ভাসানচরে কাজ শুরু করার আশ্বাস দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)।

বাংলাদেশ সময়: ১০:০১:৩৭ ● ৩৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ