মধ্যনগরে স্বামীকে তালাক দিলেন স্ত্রী
Home Page »
সর্বশেষ সংবাদ »
মধ্যনগরে স্বামীকে তালাক দিলেন স্ত্রী
বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০২২
যোবায়ের শামীম, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের সবুজ মিয়ার ছেলে শহীদ মিয়া কে তালাক দিয়েছেন তার স্ত্রী মিতানুর রহমান মিতা।গত ৭ ই আগষ্ট ডাকযোগে চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খসরুর মাধ্যমে তালাকনামা পাঠান মিতানুর রহমান মিতা।
জানা যায়,২০০৬ সালের ২৬ জুন মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের সবুজ মিয়া ছেলে শহীদ মিয়ার সাথে বিয়ে হয় একই উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর পুরানপাড়া নিবাসী মৃত মাঈন উদ্দিনের মেয়ে মিতানুর রহমান মিতার সাথে।বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখের ছিল। দাম্পত্য জীবন তারা তাদের এক ছেলে সন্তান ও এক কন্যা সন্তানের জনক জননী হন। বিগত কয়েক বছর ধরে তাদের দাম্পত্য জীবন চলাকালে স্বামী শহীদ মিয়ার বিভিন্ন বিভিন্ন ধরনের খারাপ কাজ স্ত্রী মিতানুরের চোখে ধরা পড়ে। শহীদ মিয়া ভালো পথে ফিরে না আসায় নোটারী পাবলিকের মাধ্যমে তালাক সংক্রান্ত এফিডেভিট পাঠায় তার স্ত্রী মিতানুর।
বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৭ ●
৬৮০ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)