তাইওয়ান প্রশ্নে বাংলাদেশের সমর্থন চায় চীন

Home Page » জাতীয় » তাইওয়ান প্রশ্নে বাংলাদেশের সমর্থন চায় চীন
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২


ঢাকাস্থ চীনা দূতাবাস কর্মকর্তা ও তার ফেসবুকের ছবি

বঙ্গ-নিউজ:  মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্র এটিকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এ অবস্থায় তাইওয়ান প্রশ্নে বাংলাদেশের সমর্থন কামনা করেছে চীন।

তাইওয়ানকে অবশ্য আগে থেকেই চীনের অংশ হিসেবে মানে বাংলাদেশ। চীন চায়, এই সমর্থন অব্যাহত থাকুক। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকায় অবস্থিত চীন দূতাবাস থেকে ফেসবুকে প্রকাশিত একটি বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের সরকার ও জনগণ তাইওয়ান প্রশ্নে চীনের বৈধ ও ন্যায়সঙ্গত অবস্থান সমর্থন করে যাবে বলে আমাদের প্রত্যাশা।

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, এই সফর ‘এক চীন’ নীতির ভয়াবহ লঙ্ঘন। চীনের সকল প্রকার উদ্বেগ উপেক্ষা করে এই সফর সম্পন্ন হয়েছে, যা চীনের ভৌগলিক অখণ্ডতায় আঘাতের শামিল। এটা চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করলো। চীন এই সফরের তীব্র নিন্দা জানায়।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৩১ ● ৪৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ