মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের অস্ত্র মামলায় যাবজ্জীবন

Home Page » জাতীয় » মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের অস্ত্র মামলায় যাবজ্জীবন
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২


সাতখুন মামলয় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নূর হোসেন সাতখুন মামলয় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নূর হোসেন

বঙ্গ-নিউজ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে এবার অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) এই রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।

২০১৪ সালে নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাটি দায়ের করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। দীর্ঘ বিচারিক কার্যক্রমের পর আজ মামলাটির রায় ঘোষণা করা হলো। সকালেই কড়া নিরাপত্তায় আসামি নূর হোসেনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। এরপর রায় ঘোষণা করা হয় তার উপস্থিতিতেই।

প্রসঙ্গত, এর আগে বহুল আলোচিত সাত খুনের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে নূর হোসেনকে।

২০১৪ সালের ২৭ এপ্রিলের কথা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জন অপহৃত হন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই মামলায় নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১:১৭:২১ ● ৪৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ