মধ্যনগরে ভারতীয় মদসহ কারবারি গ্রেফতার

Home Page » সারাদেশ » মধ্যনগরে ভারতীয় মদসহ কারবারি গ্রেফতার
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২


মধ্যনগরে ভারতীয় মদসহ কারবারি গ্রেফতারস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কলতাপাড়া থেকে ৩৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ(স্পিরিট)  গ্রেফতার করেছে  মধ্যনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগষ্ট)  রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার  এসআই মির্জা মাহমুদুল করীম ও এএসআই আব্দুল আজীমের নেতৃত্বে  বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের মোঃ মনির উদ্দিনের ছেলে মানিক চান (২১) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে।


মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান,মাদক ও ভারতীয় অবৈধ পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। যে বা যাহারা মাদকের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১১:৪৬:৩৭ ● ১৭৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ