স্বামীর লোহার পাইপের আঘাতে স্ত্রীর মৃত্যু

Home Page » সারাদেশ » স্বামীর লোহার পাইপের আঘাতে স্ত্রীর মৃত্যু
রবিবার ● ৩১ জুলাই ২০২২


ফাইল ছবিস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা গ্রামে আদিবাসী স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে স্বামীর লোহার পাইপের আঘাতে
স্ত্রী রোজালী দাজেলের (৪৫) মৃত্যু হয়েছে।
জানা যায়, পারিবারিক কলহের জেরে তুচ্ছ ঘটনায় শনিবার রাত ৮ টার দিকে আবেল সাংমার (৪৭) সঙ্গে তার স্ত্রী রোজালী দাজেলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী আবেল সাংমা ঘরে থাকা একটি লোহার পাইপ দিয়ে স্ত্রী রোজালী দাজেল কে আঘাত করেন।পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে চাইলে ঘটনাস্থলে তার (রোজালী) মৃত্যু হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথে আমি ফোর্স নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে রাতেই ঘটনাস্থলে ছুটে যাই।পরে বাঙালভিটা ছরার কাছ থেকে হত্যাকারী ঘাতক স্বামী আবেল সাংমাকে গ্রেফতার করি।

বাংলাদেশ সময়: ১৫:১৯:২০ ● ৮৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ