রোহিঙ্গারা আমাদের ওপর চাপ বাড়াচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Home Page » জাতীয় » রোহিঙ্গারা আমাদের ওপর চাপ বাড়াচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার ● ৩০ জুলাই ২০২২


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বঙ্গ-নিউজ:  রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের সম্পদ সীমিত। বিভিন্ন সংস্থা কিংবা দেশ থেকে রোহিঙ্গাদের সহযোগিতা করা হলেও সার্বিকভাবে রোহিঙ্গারা আমাদের ওপর চাপ বাড়াচ্ছে। তাই বাংলাদেশ চায় এই জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবর্তন।

আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মানবপাচারের বিরুদ্ধে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। সে কারণে যুক্তরাষ্ট্রের মানবপাচার সূচকে উন্নতি করেছে বাংলাদেশ।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মানবপাচারকারীরা এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। কারণ এই কাজে তারা অনলাইন দুনিয়া, বিশেষকরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। ফেসবুক, টিকটকের মাধ্যমে ফাঁদ পাতছে। তাই মানবপাচার রোধে প্রশাসনের দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা অনেক বেশি প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২০:২২:৩৭ ● ৪৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ