বাবলী খানের কবিতা “ শ্রাবণ বৃষ্টিপ্রেম”

Home Page » সাহিত্য » বাবলী খানের কবিতা “ শ্রাবণ বৃষ্টিপ্রেম”
বুধবার ● ২৭ জুলাই ২০২২


শ্রাবণ বৃষ্টিপ্রেম
শ্রাবণ মেঘ বৃষ্টির এমন দিনে
আমি তোমারই পাশেই ছিলাম
চোখ ভরা মেঘ নিয়ে —
ঘরে আমি একাই বসেছিলাম ।
অঝোর ধারায় বৃষ্টির উচ্ছল সুর
রিমঝিম শব্দ কানে লাগে সুমধুর ।
শ্রাবণ বৃষ্টিতে ভিজবো দুজন —-
বৃষ্টির সুরে মিষ্টি মধুর রেশে
বুক কাঁপে স্মৃতির আবেশে ।
মুষলধারে বৃষ্টি ঝর ঝর ঝরছে
এমন বর্ষণে কত কথা মনে পড়ছে ।
তুমি এসো প্রিয় আমার কাছে ,
পাহাড়ী ঢলে ভিজবো দুজনে -
ঝর্ণার পানিতে হাসবো দুজনে -
রংধনু রংয়ে ঝলমলে সূর্যকিরণে ।
গাছের লতায় পাতায় জড়ানো ,
ফুলকলিরা শুনছে বৃষ্টির শব্দ ।
বকুল গাছের নীচে বসবো দুজনে,
ভিজবো আমরা পুলকিত মনে —
ভেজা শরীরে ধীরে হাঁটবো দুজনে ।
মনের ভেতরে তোমাকে আদরে রাখবো ,
মনের হরষে শ্রাবণ বৃষ্টিপ্রেমে —-,
শ্রাবণ মেঘের ভীড়ে দুজনে হারিয়ে যাবো ।

বাবলী খান

বাংলাদেশ সময়: ১৬:৩৭:২৫ ● ৮৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ