বঙ্গ-নিউজ: বৈশ্বিক জ্বালানি সংকটের আঁচ লেগেছে বাংলাদেশেও। এর প্রভাব পড়েছে প্রায় সব খাতে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন। এবার মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, জ্বালানি সংকটের এই সময়েও গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি করবেন না। সবাইকে যথাসাধ্য সাশ্রয়ী হওয়ার চেষ্টা করতে হবে।
আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে গণমাধ্যমকে বিষয়টি জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী সাশ্রয়ী হওয়ার কথা বলে আসছেন। আজ বিশেষভাবে মন্ত্রীদের উদ্দেশে একই কথা বলেছেন।
ওবায়দুল কাদের বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই সংকটের হাওয়া বইছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দারুণভাবে সংকট সামাল দিচ্ছে বাংলাদেশ। তারপরও এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। তার নির্দেশনা মেনে চলতে হবে। সবার চেষ্টায় আমরা সংকটকে উতরে যেতে পারবো।