দলীয় সরকারের অধীনেও নির্বাচন কমিশন প্রভাব বিস্তার করতে পারবে;সিইসি

Home Page » জাতীয় » দলীয় সরকারের অধীনেও নির্বাচন কমিশন প্রভাব বিস্তার করতে পারবে;সিইসি
সোমবার ● ২৫ জুলাই ২০২২


সাংবাদিকদের সাথে কথা বলছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল

বঙ্গ-নিউজ: দলীয় সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করতে সক্ষম হবে না- এমন অভিযোগ প্রায়ই উঠে আসছে বিরোধী রাজনৈতিক পক্ষগুলো থেকে। সেদিকে ইঙ্গিত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, নির্বাচন কমিশন প্রভাব বিস্তার করতে পারবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ মুসলিম লিগ নেতাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে বক্তব্য দিতে গিয়ে সিইসি বলেন, সংবিধান অনুযায়ী কমান্ডিং ক্ষমতা ইসির হাতে। সুতরাং সরকারে কে থাকলো সেটা আমাদের বিবেচনায় থাকবে না।

সংলাপে অংশ নিয়ে মুসলিম লিগ নেতারা বলেন, বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়- নির্বাচন কমিশনকে এটা আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। নির্বাচনের সময় নির্দলীয় সরকার, নিরপেক্ষ সরকার কিংবা আইনি সংশোধনের মাধ্যমে ক্ষমতা কাঠামোতে ভারসাম্য না আনলে ইসি যত চেষ্টাই করুক না কেন, নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না।

বাংলাদেশ সময়: ২১:০৬:৪৩ ● ৩২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ