স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পাচ্ছেন সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় পদায়িত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান।
জানা যায়, নেত্রকোণা জেলার খালিয়াজুরীতে নাহিদ হাসান খান সহকারী কমিশনার (ভূমি) থাকাকালীন সময়ে অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ দলগত পর্যায়ে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
আগামীকাল (২৩ জুলাই) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে এবারের মনোনীতদের হাতে পদক তুলে দেবেন মন্ত্রিসভার সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গণভবন থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই পদক পাচ্ছেন প্রশাসনের ২৭ জন কর্মকর্তা ও ৪টি সরকারি দপ্তর। আগে প্রশাসনের কর্মকর্তাদের কর্মদক্ষতা, মননশীলতা ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করতে ‘জনপ্রশাসন পদক’ দেওয়া হতো। এবার ‘জনপ্রশাসন পদক’ এর নাম বদলে নতুন আঙ্গিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানে কর্মকর্তাদের এ পদক দেওয়া হচ্ছে।
এই বিষয়ে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, আমরা এমন একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পেয়েছি যিনি একজন মানবিক ও কর্মদক্ষ নিষ্ঠাবান মানুষ।আমরা বিশ্বাস করি এমন একজন মানবিক কর্মকর্তার নেতৃত্বে আমাদের নবগঠিত উপজেলা অনিন্দ্য সুন্দরভাবে গড়ে উঠবে।