জাতির মূল শক্তির জায়গা হলো তার যুবসমাজ:প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » জাতির মূল শক্তির জায়গা হলো তার যুবসমাজ:প্রধানমন্ত্রী
শুক্রবার ● ১৫ জুলাই ২০২২


ফাইল ছবি প্রধান মন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো জাতির মূল শক্তির জায়গা হলো তার যুবসমাজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছিলেন। সেজন্য ক্ষমতায় থাকাকালে তিনি যুবসমাজের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। যুবসমাজের আইকন ছিলেন বঙ্গবন্ধু।

আজ শুক্রবার (১৫ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুবকরা আমাদের উন্নয়ন অগ্রগতির প্রধান নিয়ামক, জাতির প্রাণশক্তি। তাদেরকে যদি উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা যায় তাহলে সেই উন্নয়ন অনেক বেশি টেকসই হবে।

শেখ হাসিনা বলেন, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছি। তাদেরকে কারিগরি, তথ্য-প্রযুক্তি, বৃত্তিমূলক ও কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এরপর সেই প্রশিক্ষণের আওতায় তাদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৩:২৭ ● ৫২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ