শেখ হাসিনার জন্য আনারস উপহার ত্রিপুরার মানিক সাহার

Home Page » জাতীয় » শেখ হাসিনার জন্য আনারস উপহার ত্রিপুরার মানিক সাহার
বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০২২


ত্রিপুরার মূখ্যমন্ত্রী আনারস পাঠালেন শেখ হাসিনাকে

বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ১০০টি কার্টনে মোট ৭০০ কেজি আনারস পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ফলগুলো হস্তান্তর করা হয়েছে।

আনারসগুলো গ্রহণ করেছেন চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাইকমিশনের অ্যাটাচে (ভিসা) মনিষ সিং। এ সময় আগরতলা ও আখাউড়া স্থলবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনিষ সিং বলেন, যথাযথ প্রক্রিয়ায় উপহারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আম পাঠানো হয়েছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঠানো হয়েছিল ৮০০ কেজি আম। কিছুদিনের মধ্যেই এবার ৭০০ কেজি আনারস উপহার আসলো প্রধানমন্ত্রীর কাছে।

বাংলাদেশ সময়: ২০:৪৪:২৪ ● ৩৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ