ঈদের খুশী- গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » ঈদের খুশী- গুলশান আরা রুবী
মঙ্গলবার ● ১২ জুলাই ২০২২


ঈদের খুশী গুলশান আরা রুবীচারিদিকে ঈদের খুশী

ঘুমের চোখে স্বপ্ন দেখি,

সাঁজবে সবাই নতুন রূপে

পড়বে সবাই নতুন কাপড়।

নিদ্রা চোখে মেঘ বালিকা ভাবছো কি

মন যে তাহার কোন গগনে তারায়

খুঁজে পায় না কি?

সে যেন কোন ভাবনায় কাটায় প্রহর নিশি

ঘুমের মাঝে স্বপ্নের দেশে

ঘুড়ে এসেছে নাকি ।

ইচ্ছে গুলো স্বপ্নের মত ভেসে যেন নীল আকাশের গাঁয়,

স্বপ্নের দেখা পাইলে কি আর মেঘ বালিকা গুমরে গুমরে কাঁদে ঈদের দিনটায়।

অশ্রু চোখে স্মৃতি গুলো দিয়ে যায় ইতি

আর কখনো জ্বলবে না মন গগনে আনন্দের বাতি ।

সে দিন যে চলে গেছে বহু কাল আগেই দখিনা হাওয়ায়

অতিথি পাখির মত ডানা মেলে পূর্ব দিগন্তে সূর্য সেথায় হারায় ।

মনের ব্যথায় সাজাই তারে কবিতার ছন্দে

দর্পণ রুপে মন আনন্দে,

ব্যর্থতার গ্লানি হয় যদি পরাজয়ে ধ্বনি

সবই মিছে অনুশোচনার অধঃপতন হবে জানি।

জীবনের সব কিছুই যে মিছে অভিনয়

তবু নিরবতায় সব টুকু মেনে নিতে হয়,

বিক্ষত অন্তঃস্থল পুড়ে হল কালো

কষ্টের যন্ত্রণায় ।

বুকের জমিনে সিক্ত জলে কঠিন পাহাড় ও পাথর হলো,

হাজারো অহমিকা হারিয়ে ফেলেছি

চোখের নোনা জলে ।

লন্ডনে যে কেড়ে নিল শান্তি সুখের বাসা

হারিয়েছ কত আপন জন

সূখের আশায় বিদেশ আসিয়া

স্বর্ব সুখ গেল ভাসিয়া।

বাংলাদেশ সময়: ২২:১৭:৫৩ ● ৫৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ