স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শাখা এমপিওভুক্তি হওয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১১ জুলাই) দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মামুন মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ও লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল বাতেন।অনান্যদের মাঝে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক,মেজর রিফাত উজ জাকের,সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খসরু, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ,চেয়ারম্যান নুরনবী তালুকদার,মধ্যনগর বালিকা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী, ঢুলপুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীউল কিবরিয়া তালুকদার,আব্দুস সালাম,সাবেক চেয়ারম্যান বিলাল হোসাইন,আজিম মাহমুদ প্রমুখ।