ভক্তদের জন্য সাকিবের ঈদ উপহার!

Home Page » ক্রিকেট » ভক্তদের জন্য সাকিবের ঈদ উপহার!
রবিবার ● ১০ জুলাই ২০২২


সাকিব আল হাসান

বঙ্গ-নিউজ: বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দেশের অভ্যন্তরে তারকা এ ক্রিকেটারের ভক্তও অগণিত। ঈদুল আজহার দিনে এই ভক্তকূলের জন্য ভিন্নরকম এক উপহার নিয়ে হাজির হলেন বাঁহাতি এ অলরাউন্ডার। যেন সমর্থকদের ঈদ আনন্দ অনেকগুণ বাড়িয়ে দিলেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, নিজের একান্ত ভক্তদের সঙ্গে দেখা করতে চান। তাদেরকে উপহারও দিতে চান।

বিশ্বসেরা এ অলরাউন্ডারের সঙ্গে দেখা করতে এবং তার স্বাক্ষর করা উপহার সামগ্রী পেতে চাইলে ছোট্ট একটা কাজ করতে হবে। সাকিবের সেই পোস্টের কমেন্ট বক্সে একটি ভিডিও বার্তা দিতে হবে, যেখানে ভিডিওতে বলতে হবে, কোন বিশেষ কারণে সাকিবের ভক্ত হয়েছেন আপনি।

সাকিব ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম সবাইকে! আশা করি আপনাদের সবার ঈদুল আজহা সুন্দর ও নিরাপদ কাটছে!’

তিনি আরও যোগ করেন, ‘আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোন বিষয়গুলো আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করব, কিছু সময় কাটাবো এবং আমার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী তুলে দেবো।’

ভক্তদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন সাকিব, ‘শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি!’

সাকিবের সেই পোস্টে ভিডিও কমেন্ট করার শেষ সময় আগামী ১৭ জুলাই, বিকাল ৫টা।

বাংলাদেশ সময়: ২০:৫০:৪৯ ● ৫২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ