গতিবেগ কমেনি, শোয়েব আখতারের পাথর মারার গতি ছিল ১০০ মাইল !

Home Page » ক্রিকেট » গতিবেগ কমেনি, শোয়েব আখতারের পাথর মারার গতি ছিল ১০০ মাইল !
রবিবার ● ১০ জুলাই ২০২২


শোয়েব আক্তার

বঙ্গ-নিউজ: ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তেমনি শোয়েব আখতার যেখানেই যান না কেন তার ‘ঘণ্টায় ১০০ মাইল’ গতির বিষয়টি থাকবেই। সম্প্রতি হজ পালনের অংশ হিসেবে শয়তানকে পাথর মারার বিধানটি পালন করতে গিয়ে তারই পুনরাবৃত্তি ঘটালেন তিনি। খবর জিও নিউজ। সৌদি আরবের রাষ্ট্রীয় মেহমান হিসেবে এ বছর হজ পালন করেছেন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি হজ পালনের বেশকিছু বিষয় ভক্ত-ফলোয়ারদের সাথে শেয়ার করেছেন। হজের আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে মিনায় শয়তানকে পাথর মারছিলেন। তার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, পাথর মারার প্রস্তুতি হিসেবে মুষ্টি তৈরি করার সময় তিনি বলেন, ইসকো ছোড়না নেহি (শয়তানকে ছেড়ো না)। পরে ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, আমি পাথর মারার গতিটি মাপিনি। তবে (শয়তানের প্রতি) রাগটি ঘণ্টায় ১০০ মাইল তো ছিলই। হজের অন্যতম আমল জামরায় শয়তানকে পাথর নিক্ষেপ করা। হাজিরা আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার পর শয়তানকে মারার জন্য সেখান থেকে ছোট আকারের ২১টি পাথর সংগ্রহ করেন। পরে মিনায় পৌঁছে হাজিরা পর্যায়ক্রমে ছোট, মাঝারি ও বড় শয়তানকে তিনদফায় ৭টি করে পাথর মারেন। একটি হাদিসের সূত্রমতে নিক্ষিপ্ত প্রতিটি পাথর একেকটি কবিরা গোনাহ মোচন করে।

বাংলাদেশ সময়: ২০:৪২:১১ ● ৪৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ