ইসফাহান নেসফে জাহান

Home Page » ফিচার » ইসফাহান নেসফে জাহান
শুক্রবার ● ৮ জুলাই ২০২২


ফাইল ছবি

ইসফাহান শহরটি ইসফাহান প্রদেশের কেন্দ্রে তেহরান থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে তেহরান শহরের মধ্যখানে অবস্থিত।
প্রায় এক শতাব্দী পূর্ব পর্যন্ত ইসফাহান নেসফে জাহান (অর্থাৎ অর্ধ বিশ্ব) হিসেবে প্রসিদ্ধ ছিল কারণ সাফাভি শাসনামলে গুরুত্ব ও সৌন্দর্যের দিক দিয়ে বিশ্বে এর মতো শহর খুব কমই ছিল। ইসফাহান এখনো ইরানের সভ্যতা,সংস্কৃতি ও ঐতিহাসিক সৌন্দর্যগুলোর বৃহৎ প্রদর্শনস্থল।
এই শহরের বিখ্যাত ও দর্শনীয় নিদর্শন সমূহ:
১.জামে মসজিদ ও মসজিদে শেখ লুতফুল্লাহ যেগুলোতে ইসলামি ইরানের মাস্টারপিস শিল্পকর্মগুলো ভালোভাবেই দেখা যায়।
২.ঐতিহাসিক তিনটা সেতু অর্থাৎ খাজু সেতু, শাহরেস্তান সেতু এবং ৩৩ পিলারের সেতু যেগুলো শহরের মাঝখানে জাইনদা নদীর ওপর নির্মিত।
৩.জুনবান মিনার একটি পাচীন স্থাপত্য যা দুটি মিনার ও একটি গম্বুজের সমন্বয়ে নির্মিত। দুইটা মিনারের যেকোনো একটিকে নাড়াচাড়া দিলে অন্য মিনারটিও নাড়াচাড়া করে।
৪.জারদুস্তের অগ্নিমন্দির যা ইসলাম পূর্ব যুগের স্থাপত্য,মেইদানে নাকশে জাহান(পৃথিবীর চিত্রের ময়দান) ,কাখে চেহেলসতুন (৪০ পিলারের প্রাসাদ),আলী কাপু ইমারত, আরমানী গির্জা ও বাজার যেগুলো এই শহরের অন্য দর্শনীয় স্থান।

সুজন পারভেজ
শিক্ষার্থী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪৯ ● ৮২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ