এ দলের হয়ে ক্যারিবিয়ানে যাবেন মুমিনুল!

Home Page » ক্রিকেট » এ দলের হয়ে ক্যারিবিয়ানে যাবেন মুমিনুল!
বৃহস্পতিবার ● ৩০ জুন ২০২২


 ফাইল ছবি মুমিনুল

বঙ্গনিউজ খেলার খবর : ব্যাটিংয়ে মনোযোগী হতে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন মুমিনুল হক। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে এই বাঁহাতির ব্যাটে রান দেখা যায়নি। প্রথম টেস্টে ৪ রান করার পর দ্বিতীয় টেস্টের একাদশেই ছিলেন না তিনি। টানা ৯ ইনিংসে দুই অংকের ঘর পার হতে না পারা মুমিনুলকে নিয়ে চিন্তার অন্ত নেই বিসিবিরও।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আশা ঘরোয়া ক্রিকেট খেললেই ফর্মে ফিরবেন ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যান। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ ১১ সেঞ্চুরির মালিক বর্তমানে অফফর্মে আছেন।

আগামী মাসেই বাংলাদেশ ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। এই সফরে মুমিনুলকে ক্যারিবিয়ানে পাঠানো চিন্তাও নাকি করছে বিসিবি! বুধবার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি এমনটাই বলেছেন, ‘অবশ্যই মুমিনুলকে সেখানে (ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের সফর) পাঠানোর চিন্তা থাকবে।’

তিনি আরও যোগ করেন, ‘এগুলো তো আমার বলা কঠিন। আমি তো নির্বাচক, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদের সঙ্গে কথা বলিনি। স্বাভাবিকভাবেই মনে হচ্ছে, এটা ওর জন্য দারুণ সুযোগ হতে পারে।’

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার বিমানে চড়বেন মুমিনুলসহ চার ক্রিকেটার। খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মাহমুদুল হাসান জয় সরাসরি দেশেই ফিরবেন শনিবার। মুমিনুল অবশ্য দুবাইতে থামবেন। সেখানে কয়েকদিন ছুটি কাটিয়ে ৭ জুলাই দেশে ফিরবেন।

মুমিনুল দ্রুত রানে ফিরবেন আশাবাদ জানিয়ে পাপন বলেন, ‘আমি মনে করি, জাতীয় দলের যারা অফফর্মে আছে তারা যদি ঘরোয়া ক্রিকেট খেলে আবার ওখানে যেতে পারত, তাহলে খুব ভালো করত। উদাহরণ, মুমিনুল। আমি নিশ্চিত মুমিনুল ফিরে আসবে। এতগুলো টেস্ট সেঞ্চুরি করল। এত ভালো একজন ক্রিকেটার। আমরা তাকে শুধু টেস্ট ক্রিকেটারই বলে দিলাম এবং সে টেস্টে অধিনায়কও হলো। হঠাৎ করে প্রায় এক বছর বা ১০ ম্যাচে রান পাচ্ছে না। আমার ধারণা সে যদি একটু ঘরোয়া ক্রিকেটে খেলে তাহলে ফিরে আসবে। একটু সময়ের ব্যাপার।’

বাংলাদেশ সময়: ১০:০৬:১৩ ● ৬৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ