একদিনে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা

Home Page » অর্থ ও বানিজ্য » একদিনে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা
সোমবার ● ২৭ জুন ২০২২


স্বপ্নের পদ্মাসেতু,

বঙ্গ-নিউজ: গত শনিবার বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার সকাল ৬টায় যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়। তারপরের ২৪ ঘণ্টা তথা আজ  সকাল ৬টা পর্যন্ত পদ্মা সেতুতে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন। তিনি জানান, এই ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পার হয়েছে। এর মধ্যে মাওয়া টোলপ্লাজা দিয়ে পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি যানবাহন এবং জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি।

এদিকে, পদ্মা সেতু উদ্বোধনের পরপরই মানুষের মধ্যে দেখা গেছে ভীষণ উত্তেজনা। বিশেষকরে, বেপরোয়াভাবে চলতে দেখা গেছে মোটরসাইকেলকে। গতকাল প্রথম দিনেই মারাত্মক এক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ অবস্থায় আজ সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেতুটিতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৮:৫১ ● ৫৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ