ছবি তোলা নিষেধ পদ্মা সেতুতে দাঁড়িয়ে

Home Page » জাতীয় » ছবি তোলা নিষেধ পদ্মা সেতুতে দাঁড়িয়ে
শুক্রবার ● ২৪ জুন ২০২২


 পদ্মা সেতু ফাইল ছবি

বঙ্গনিউজঃ আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, তারপরেই দেশের মানুষ সাক্ষী হবে মাহেন্দ্রক্ষণের। আগামীকাল ২৫ জুন সকাল ১০টায় উদ্বোধন করা হবে স্বপ্নের পদ্মা সেতু। তার আগে এই সেতুর ওপর দিয়ে চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তারা জানিয়েছে, পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে কোনো ছবি তোলা যাবে না।

গতকাল বৃহস্পতিবার জারি করা এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুতে গাড়ির গতি থাকবে ৬০ কিলোমিটার। তাই সেতুটির ওপর কোনো যানবাহন দাঁড় করানো এবং যানবাহন থেকে নেমে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। একই কারণে সেতুতে চলতে পারবে না রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা। পায়ে হেঁটে কিংবা সাইকেল চালিয়ে চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারাদেশেই সাজ সাজ রব। বিশেষ করে এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে। উদ্বোধন উপলক্ষে যে সমাবেশের আয়োজন করা হয়েছে, তাতে ১০ লাখ মানুষ উপস্থিত হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৫৮ ● ৩২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ