দুটি বুথে পরীক্ষামূলকভাবে টোল আদায়, মাত্র ৩ সেকেন্ড টোল

Home Page » জাতীয় » দুটি বুথে পরীক্ষামূলকভাবে টোল আদায়, মাত্র ৩ সেকেন্ড টোল
শুক্রবার ● ২৪ জুন ২০২২


ফাইল ছবি- পদ্মা সেতু

বঙ্গ-নিউজ: সাধারণত কোনো সেতুর টোল বুথ মানেই সেখানে কমবেশি গাড়ির জটলা। অনেক সময় এর প্রভাব পড়ে পুরো সেতুর যান চলাচলে। তবে স্বপ্নের পদ্মা সেতুতে থাকছে ডিজিটাল টোল আদায় পদ্ধতি। এই পদ্ধতিতে মাত্র ৩ সেকেন্ডেই টোল পরিশোধ করা যাবে বলে জানিয়েছে সেতু বিভাগ। আপাতত দুটি বুথে পরীক্ষামূলকভাবে এই টোল আদায় পদ্ধতি চালু হচ্ছে।

সেতু বিভাগ জানিয়েছে, পদ্মা সেতুর দুই প্রান্তে টোল আদায়ের বুথ রয়েছে ৭টি করে মোট ১৪টি। আগামীকাল সেতুটি উদ্বোধন করার পর ৫টি করে ১০টি বুথ খুলে দেওয়া হবে। এর মধ্যে দুই প্রান্তে দুটি বুথ থাকবে ডিজিটাল, এগুলোর নাম- ইলেক্ট্রনিকস টোল কালেকশন, ইটিসি। বাকি আটটিতে টোল নেওয়া হবে ম্যানুয়ালি। আগামী ৬ মাসের মধ্যে সবগুলো বুথই হবে ডিজিটাল।

যারা এই ডিজিটাল পদ্ধতিতে টোল পরিশোধ করতে চান তাদের গাড়িতে থাকতে হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন তথা আরএফআইডি কার্ড। এটা অনেকটা প্রিপেইড কার্ডের মতো, এতে আগেই টাকা রিচার্জ করে রাখতে হবে। যানবাহনের সামনের অংশের ড্যাশবোর্ডে থাকা এই কার্ড থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেবে ইটিসি।

বাংলাদেশ সময়: ২১:১৬:২৬ ● ৫৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ