মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ, একজন গ্রেফতার

Home Page » জাতীয় » মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ, একজন গ্রেফতার
বুধবার ● ২২ জুন ২০২২


মাদক সহ গ্রেফতার কারটি

বঙ্গ-নিউজ: রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে ১ হাজার ১৮৮ পিস ক্যান বিয়ারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতের নাম- মো. বাতেন ইসলাম। র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বুধবার (২২ জুন) র‌্যাব-১ এর আভিযানিক দল জানতে পারে, ডিএমপির ক্যান্টমেন্ট থানার ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের সামনে পাকা রাস্তার ওপরে থাকা একটি প্রাইভেটকার তল্লাশি করে মাদক ব্যবসায়ী মো. বাতেন ইসলামকে গ্রেপ্তার করে।

এ সময় ১ হাজার ১৮৮ ক্যান বিয়ার, একটি প্রাইভেটকার, একটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

বাংলাদেশ সময়: ২১:২২:৫৫ ● ৩৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ