ইংল্যান্ড যাত্রা স্থগিত,করোনায় আক্রান্ত অশ্বিন

Home Page » ক্রিকেট » ইংল্যান্ড যাত্রা স্থগিত,করোনায় আক্রান্ত অশ্বিন
মঙ্গলবার ● ২১ জুন ২০২২


ফাইল ছবি

বঙ্গনিউজ খেলার খবর : দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেওয়া শেষ। এখন নিজেরাই আতিথ্য নিতে যাচ্ছ ভারত। প্রথমে আয়ারল্যান্ড, এরপর ইংল্যান্ড হয়ে ওয়েস্ট ইন্ডিজে যাবে দলটি। বেশ কিছু টি-টোয়েন্টি ও ওয়ানডের ফাঁকে গত বছর স্থগিত হওয়া এজবাস্টন টেস্টও এবার খেলার কথা ভারতের। কিন্তু সফরের শুরুতেই ধাক্কা খেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। করোনায় আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের পথে উড়াল দেওয়া হয়নি তাঁর।
আগামী ১ জুলাই শুরু হবে এজবাস্টন টেস্ট। তার আগে আয়ারল্যান্ডে দুটি টি-টোয়েন্টি খেললেও অশ্বিনকে ভারতের দরকার হবে এজবাস্টন টেস্টেই। ফলে এখনো তাঁর ব্যাপারে আশা ছাড়ছে না দল। বর্তমানে কোয়ারেন্টিনে থাকা অশ্বিন যদি এর মধ্যে সেরে উঠে নিয়ম অনুযায়ী দলের সঙ্গে যোগ দিতে পারেন, তাহলেই তাঁকে দেখা যাবে সিরিজ নির্ধারণী এ ম্যাচে।
ভারত দলের বাকিরা ১৬ জুন ইংল্যান্ডের পথে উড়াল দিয়েছেন। এ ব্যাপারে বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, ‘যাওয়ার আগে করোনায় আক্রান্ত হওয়ায় অশ্বিন স্কোয়াডের সঙ্গে যুক্তরাজ্যে যেতে পারেননি। কিন্তু আমরা আশাবাদী, আগামী ১ জুলাই টেস্ট শুরু হওয়ার আগে তিনি সেরে উঠবেন। তবে লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হয়তো খেলা হবে না তাঁর।’
ভারত দলের বাকিরা এরই মধ্যে লেস্টারে চলে গেছেন। বোলিং কোচ পরস হামব্রে ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের অধীন অনুশীলন শুরু করে দিয়েছেন তাঁরা। রাহুল দ্রাবিড়, ঋষভ পন্ত ও শ্রেয়াস আইয়ার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে লন্ডনে পৌঁছেছেন এবং আজ মঙ্গলবার লেস্টারে যাবেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে অবশ্য কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষণ। ২৬ ও ২৮ জুনের ম্যাচ দুটি খেলার জন্য ২৩ বা ২৪ তারিখ রওনা দেবে দলের আয়ারল্যান্ডগামী অংশ।
বাকি দল প্রস্তুত হবে এজবাস্টন টেস্টের জন্য। গত বছর করোনাবিধির এক অদ্ভুত জটিলতায় সিরিজের শেষ ম্যাচটি স্থগিত হয়েছিল। ২-১ ব্যবধানে ভারত এগিয়ে থাকা অবস্থায় সিরিজ স্থগিত হয়। টেস্ট সিরিজের মীমাংসা টানা ম্যাচের পর ইংল্যান্ড ও ভারত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

বাংলাদেশ সময়: ১১:২২:২৪ ● ৩৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ