১ জুলাই থেকে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি

Home Page » জাতীয় » ১ জুলাই থেকে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি
সোমবার ● ২০ জুন ২০২২


ফাইলছিবি- বাংলাদেশ রেল

বঙ্গ-নিউজ: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হতে পারে ঈদুল আজহা। আর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ১ জুলাই থেকে। আজ বিকেলে এই ঘোষণা দেওয়া হয়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি বলেন, আগামী ১ জুলাই টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ৫ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে ৫০ শতাংশ টিকিট পাওয়া যাবে কাউন্টারে এবং বাকি ৫০ ভাগ টিকিট মিলবে অনলাইনে।

কাউন্টারের ক্ষেত্রে কমলাপুর ছাড়াও রাজধানীর তেজগাঁও, বিমানবন্দর, বনানী এবং গুলিস্তানের পুরনো রেলস্টেশনে পাওয়া যাবে আগাম টিকিট।

শওকত জামিল মোহসি আরও জানান, ১ জুলাই ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন সকাল ৮টায়। টিকিট দেওয়া হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে।

বাংলাদেশ সময়: ২১:০৪:১৫ ● ৫৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ