এই পাহাড় ,অরন্য,সবুজের বুকে পাতি কান,
শুনি কেবলি এক সুদুর
ঝরণার কলতান ,
তখন নিরবতা ভেংগে খানখান ।
তখন এড়িয়ে যাপিত জীবনের ব্যস্ত প্রহর ,
মন চায় শুধুই
এক টুকরো অবসর ।
ঝরণার অঝোর জল ধারা ,
দেয় মনের নিভ্রিতে নাড়া ,
সিক্তমন পল্লবিত তখন ,
করে কল্পনায়
ডুবসাঁতারের
সব আয়োজন।
এমনি মায়াজালের সে আমন্ত্রণ ,
কে রুধিতে পারে !
প্রকৃতি তারে দেয় হাতছানি,
আকাশ মেঘের নিত্য মিতালী ,
আনমনে এ মন জমায় পাড়ি ,
দিগন্ত ছাড়িয়ে দুরে পাহাড়ের ভাজে
এ মায়াময় ঝরণার টানে ,
তার জাদুকরি গানে
পাখির কুজনে
হউক সেথা তবে
এ সবুজের কোলে
মম নিত্য বসবাস!
আমার একান্তই নিরালা আবাস!
নোটঃ কল্ললিত ঝরণার টানে- নওরিন নিশির ঝিনুকের উপর আঁকা শিল্পকে কেন্দ্র করে লেখা শামীমা বেগমের কবিতা ।
শামীমা বেগম - ডি আই জি , বাংলাদেশ পুলিশ